সেনা-বিমান-পুলিশ-র‍্যাবের সমন্বয়ে চলছে উদ্ধার কাজ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:46:25

সেনা, বিমানবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে চলছে বনানীর এফ আর টাওয়ারের ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধারের কাজ।

সরজমিনে দেখা গেছে, রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২০টি ইউনিটের পাশাপাশি স্থানান্তরযোগ্য মই টার্ন টেবিল লেডার (টিটিএল) কাজ করছে।

এছাড়া আগুন নিয়ন্ত্রণে আশপাশের মানুষজন সহযোগিতা করছেন।

পৌনে তিনটার দিকে সেনাবাহিনীর একটি রেসকিউ টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে টহল দিচ্ছে। আগুন নেভানোর জন্য হেলিকপ্টারের উপর থেকে পানি ছিটানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

 

 

এ সম্পর্কিত আরও খবর