উদ্ধারের আকুতি জানাচ্ছেন আটকে পড়ারা

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 11:40:31

বনানীর এফআর টাওয়ারে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন ৮, ৯ ও ১০ তলায় জ্বলছে। নতুন করে এগারো তলা থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ১৩ ও ১৪ তলা এবং ছাদে আটকে পড়া ব্যক্তিরা উদ্ধারের জন্য ইশারা করছেন। তারা মোবাইল জ্বালিয়ে ও হাতে কাপড় নিয়ে সংকেত দিচ্ছেন। 

ফায়ার সার্ভিসের উদ্ধার সিঁড়ি ১১ ও ১২ তলার ওপর যেতে পারছে না। নিচে লাখো উৎসুক জনতা চোখের জল ফেলে সৃষ্টিকর্তাকে ডাকছেন। অনেকেই ছাদে আটকা লোকজনকে হেলিকপ্টারে করে উদ্ধারের দাবি করছেন।

এরই মধ্যে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ছাদ থেকে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ভবনটির ছাদে হেলিকপ্টার নামার কোনো ব্যবস্থা না থাকায় রশি দিয়ে চলছে উদ্ধার কার্যক্রম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমপক্ষে ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কমে এসেছে ধোঁয়ার কুন্ডলী। সাইফুল নামের একজন তার আটকে পড়া ভাইয়ের বরাত দিয়ে বলেছেন, ১১ তলায় ২৬ জন আটকা রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর