সকালে বন্ধ টিএসসির চায়ের দোকান খুলল দুপুরে

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 20:27:52

প্রক্টরিয়াল টিমের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের চায়ের দোকানগুলো বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংস্কৃতিকচর্চার মূল কেন্দ্র টিএসসির জনপ্রিয় চায়ের দোকানগুলো বন্ধের খবর পেয়ে মঙ্গলবার প্রক্টরিয়াল টিমের সঙ্গে বৈঠক করেন প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। আলোচনার পর দুপুরের দিকে প্রক্টরিয়াল টিম টিএসসিতে গিয়ে দোকানগুলো খোলার কথা জানান। টিএসসির চায়ের দোকনগুলো বন্ধের কোনো নির্দেশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে দেওয়া হয়নি জানিয়ে প্রক্টর রব্বানী সাংবাদিকদের বলেন, “এটা মিস কমিউনিকেশন ছিল। প্রক্টরিয়াল বডির সদস্যদের ডেকে কথা বলেছি। আর যদি নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে; কোনো উদ্দেশ্য থাকতে পারে, তা আমরা দেখব।” তিনি বলেন, “টিএসসিকেন্দ্রিক কোনো দোকান বন্ধ থাকবে না। টিএসসি ছেলেমেয়েদের সাংস্কৃতিক কেন্দ্র; এগুলো চালু থাকবে, তারা তাদের মতো করে উপভোগ করবে।” তবে ক্যাম্পাসে কোনো ভাসমান দোকান থাকতে পারবে না বলে জানান তিনি। চায়ের দোকানিরা জানিয়েছেন, রাতে প্রক্টরিয়াল টিমের সদস্যরা মঙ্গলবার থেকে দোকান খুলতে নিষেধ করেন। এর কারণও জানায়নি প্রক্টরিয়াল টিম। সকালে দোকান খুলতে গেলেও প্রক্টরিয়াল টিম বাধা দেয়। পরে দুপুর পৌনে একটার দিকে দোকানগুলো খোলা হয় বলে জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর