বনানী অগ্নিকাণ্ড: বাড়ছে নিখোঁজের সংখ্যা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 13:58:20

নাম ফজলে রাব্বি, বয়স ২৬। কাজ করতেন বনানীর এফ আর টাওয়ারের ইউর সার্ভিস লিমিটেডে।

ভবনটির পুলিশ কন্ট্রোল রুমে ফজলে রাব্বি নামের যুবককে খুঁজছেন তার দুলাভাই রাজীবুর রশীদ। দাউ দাউ করে পুরো ভবনে যখন আগুন জ্বলছিল তখনও বেঁচেছিলেন রাব্বি। তার সাথে ফোনে কথা হয়েছিল রাজীবুরের।

রাব্বি বলেছিলেন, ‘এখনো বেঁচে আছি। বাইরে ফায়ার সার্ভিসের লোকরা কাজ করছে। কী করব বুঝতে পারছি না। ছাদে যাওয়ার চেষ্টা করছি।’

তারপর থেকে আর কোনো কথা হয়নি রাব্বির সাথে। বারবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায় তার মোবাইলটি।

পরিবারের সবার মানসিক অবস্থা খারাপ। হাসপাতালগুলোতে ঘুরে এসেছেন রাজীবুর। পাননি কোনো খোঁজ। উপায় না পেয়ে আসেন পুলিশ কন্ট্রোল রুমে। সেখানে রাব্বির নাম লেখান নিখোঁজদের তালিকায়।

এমনই আরেকজন খুঁজতে এসেছেন তার ভাবি ফ্লোরিডা খানম কলিকে। তিনি এফ আর টাওয়ারে শ্রীলংকান এক কোম্পানিতে কাজ করতেন। কিন্তু তারও কোনো খোঁজ না পেয়ে ফ্লোরিডার নাম লেখান নিখোঁজের তালিকায়।

বনানীর এই ভবনে বৃহস্পতিবারের (২৮ মার্চ) ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ছে নিখোঁজের সংখ্যা। রাত সাড়ে ৮টা পর্যন্ত নিখোঁজের তালিকায় নাম পড়েছে ১৯ জনের। সময়ের সাথেই দীর্ঘ হচ্ছে তালিকা।

এ সম্পর্কিত আরও খবর