পুরাতন নিয়মে বিল্ডিং বানানোর কারণে হতাহতের ঘটনা বেড়েছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:54:45

পুরাতন নিয়মে বিল্ডিং বানানোর কারণে হতাহতের ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২৮ মার্চ ) সন্ধ্যা ৬ টায় বনানীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন না এই ভবনগুলোতে কোন ধরনের সেট ব্যাক রাখা হয়নি।  ভবনগুলো যখন রাজউক অনুমতি দিয়েছিল, তখন সেট ব্যাক রাখার নিয়ম বা পরামর্শ দেয়নি। ফলে একটি বিল্ডিং একটির সাথে লেগে রয়েছে।  এজন্য উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক সমস্যা হচ্ছে।

উল্লেখ, দুপুর ১২ টা ৫০ মিনিটে বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন ও ৭০ জন আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর