ভুতুড়ে বনানী....

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 15:08:53

গতকাল বুধবার রাতে যে স্থানটি ছিল আলোতে ভরপুর, আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর এফআর টাওয়ার এলাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। দুপুরের অগ্নিকাণ্ডের পর সন্ধ্যা থেকে এই এলাকা অন্ধাকার পল্লীতে পরিণত হয়েছে।

মূলত অগ্নিকাণ্ডের ঘটনার পর বনানীর এফআর টাওয়ারসহ আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার এফআর টাওয়ারের সামনে গিয়ে দেখা যায়, ভবনটিসহ সেটির আশেপাশের কোনো ভবনে আলো নেই। কাকলি মোড় থেকে গুলশান-২ নম্বর সার্কেল পর্যন্ত কোনো ভবনে বিদ্যুৎ ছিল না। তবে কিছু কিছু ভবন নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করেছে। 

এ ব্যাপারে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) কয়েকজন কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

দুপুরে যখন ভবনটিতে আগুন লাগে, তার কিছুক্ষণ পরেই ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ডেসকো।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ৯তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও খবর