বনানী অগ্নিকাণ্ড: রুমকি-মাকসুদ দম্পতির মৃত্যু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 09:07:09

বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে মারা গেছে রুমকি-মাকসুদ দম্পতি। এদের মধ্যে রুমকি আক্তারের (৩০) মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। তবে মাকসুদুর রহমানের (৩২) মরদেহ রয়েছে ইউনাইটেড হাসপাতালে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাকসুদুরের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ ঢামেক মর্গে এসে তার ভাবির লাশ শনাক্ত করেন।

বার্তা২৪.কমকে তিনি জানান, এই দম্পতির বিয়ে হয়েছে তিন বছর আগে, তবে বাচ্চা নেই। রুমকির বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বিন্নাকুড়ী গ্রামে। আর মাকসুদের বাড়ি ঢাকার ওয়ারীতে। 

ইমতিয়াজ আহমেদ বলেন, ঢাকার গেন্ডারিয়ায় তারা বসবাস করতেন। স্বামী-স্ত্রী দু’জনেই এফ আর টাওয়ারে অবস্থিত একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন।

এ সম্পর্কিত আরও খবর