আঠারোর স্থানে ২৩ তলা, শাস্তি পাবে সংশ্লিষ্ট সবাই

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-10 20:39:58

বনানীতে সদ্য ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের শিকার এফআর ভবনটি ১৯৯৬ সালে ১৮ তলার অনুমোদন পায়। পরবর্তীতে ২০০৫ সালে নিজেদের মতো করে ২৩ তলা ভবন দাঁড় করায় কর্তৃপক্ষ । এই ঘটনায় ভবনের মালিক, ডেভলপার, রাজউকের যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

শুক্রবার (২৯ মার্চ) সকালে এফআর ভবনটি পরিদর্শন করতে এসে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী একথা বলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘যাদের গাফিলতি ও অতি লোভের কারণে এতগুলো মানুষ মারা গেছে। তাদেরকে ছাড় দেয়া হবে না। অবৈধ বহুতল ভবনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তাদেরকে শাস্তি পেতেই হবে।’

তদন্ত কমিটির প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করবে। আর সেটা অবশ্যই জনসম্মুখে প্রকাশ করা হবে। এতে অভিযুক্ত যত ক্ষমতাবান ব্যক্তিই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর