'কথা বলার সময় নেই, শুধু অ্যাকশনের সময়'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 04:53:34

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, 'এখন আর কথা বলার আর সময় নেই, শুধু অ্যাকশনের সময়।'

শুক্রবার (২৯ মার্চ) এফ আর টাওয়ার পরিদর্শনে এসে ডিএনসিসি'র নবনির্বাচিত মেয়র এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, 'রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি কর্পোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে হবে। আমরা সেগুলো মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। এছাড়াও প্রতিটি ভবনে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা দেখে প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর এখন আর কথা বলার আর সময় নেই, এখন শুধু অ্যাকশনের সময়।'

তিনি বলেন, 'সব সংস্থাকে সঙ্গে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। এই ভবন ১৮ তলার অনুমোদন নিয়ে কিভাবে ২২ তলা হল, সেগুলো আমরা দেখব। এই অনিয়ম মেনে নেওয়া যেতে পারে না। আমাদের যেসব ভাই বোন এসব অফিসে চাকরি করেন তাদের নিরাপত্তার দায়িত্ব অফিস ও ভবন মালিকদেরও রয়েছে। তারাও এই দায় এড়াতে পারেন না। আর আপনারা যারা চাকরি করেন, তাদের প্রতি অনুরোধ যে, অফিসে প্রবেশের পূর্বে আপনারা দেখুন যে, আপনার অফিসের বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি আছে কি না। যদি না থাকে তাহলে অফিসে প্রবেশ করবেন না। অথবা আমাদের জানান।'

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধারের কাজে সহায়তা করে।

এ সম্পর্কিত আরও খবর