প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ভেতরে যাচ্ছে পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-20 01:08:35

বনানীর অগ্নিদগ্ধ এফআর টাওয়ারে অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ভবনটির ভেতরে যাচ্ছে পুলিশ। পুলিশের ২২টি টিম ও প্রতিটি প্রতিষ্ঠানের ২ জন করে প্রতিনিধি ভবনের ভেতরে যাচ্ছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসগুলোতে প্রতিনিধিরা যাবেন। তারা গিয়ে নিজ নিজ অফিসের অবস্থা দেখে আসবেন। এছাড়া অফিসে যদি মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা থাকে তা সঙ্গে করে নিয়ে আসবেন।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের নিয়ে ভেতরে প্রবেশের উদ্দেশে রওয়ানা হন পুলিশ সদস্যরা।

ভবনটির নিচ তলার আমেরিকার ডেইরি মিল্ক সেলস সেন্টারের কর্মকর্তা রণি হালদার বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের এখন পুলিশ ভেতরে নিয়ে যাবে। ভেতরে গিয়ে আমরা নিজেদের অফিসের অবস্থা দেখে আসব আর টাকা পয়সাসহ মূল্যবান কিছু থাকলে নিয়ে আসব।'

এদিকে আরএফ প্রোপার্টিজ লি. সূত্রে জানা গেছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ভবনটির ২২ তলায় ২৯ টি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এসব প্রতিষ্ঠানের ২ জন করে প্রতিনিধি ভেতরে নেওয়া হচ্ছে।

এর আগে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আরএফ টাওয়ারের সার্বিক দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করে।

এদিকে দুপুরের দিকে এ বিষয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, 'বিল্ডিংয়ের ভেতর অনেক মালামাল ও মূল্যবান জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবনের দায়িত্ব বুঝিয়ে দিলে আমরা সংশ্লিষ্ট অফিসের মালিক ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নিয়ে সার্চ অভিযান চালাব। পুলিশের ২২ টিম ভবনের ২২ টি ফ্লোরে কাজ করবে এই অভিযানে।'

তিনি বলেন, 'নির্দিষ্ট অফিসের মালিকই যেন নির্দিষ্ট অফিসে ঢুকতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। তাদের সঙ্গে নিয়ে মালামাল বুঝিয়ে দেওয়া ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। মালামাল বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ভবনটি ঘিরে রাখব।'

এ সম্পর্কিত আরও খবর