প্রতিনিধিদের কাছে উদ্ধারকৃত সম্পদ ফিরিয়ে দিচ্ছে পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-21 23:13:51

বনানীর এফআর টাওয়ারের প্রত্যেক ফ্লোর থেকে উদ্ধার হওয়া কাগজপত্রসহ মূল্যবান সম্পদগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম উদ্ধার হওয়া এসব সম্পদ হস্তান্তর করেন।

সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩৪ ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো থেকে ২ জন প্রতিনিধি নিয়ে পুলিশের ২২টি টিম ভবনের ভেতরে প্রবেশ করে। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষে পুলিশের এই দল ফ্লোর-৭, ৮, ৯, ১০ তলা থেকে পাওয়া গুরুত্বপূর্ণ সম্পদ ও কাগজপত্র স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে।

এ সময় দেখা যায়, তথ্য প্রমাণের ভিত্তিতে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করে পুলিশ। কিন্তু ক্ষতিগ্রস্ত ভবন থেকে ঘুরে এসে প্রতিনিধিরা কোনো কথা বলেনি। তবে কিছুক্ষণ পরে পুরো বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সংশ্লিষ্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর