প্রযুক্তি ব্যবহারে দেশে অগ্নিকাণ্ড রোধ সম্ভব: মোস্তফা জব্বার

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-29 16:04:12

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘দেশে প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। সেই ধরনের প্রযুক্তিও আমাদের হাতে রয়েছে। প্রয়োজন শুধু সেগুলো ব্যবহারের সদিচ্ছার।’

শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, ‘আমাদের হাতে যে প্রযুক্তি রয়েছে, তা ব্যবহার করে হাজার মাইল দূর থেকেও অগ্নিকাণ্ড সম্পর্কিত সকল তথ্য পাওয়া সম্ভব। আমি খুশি হব, যারা ভবন নির্মাণ করছেন, তারা প্রযুক্তিগত দিক থেকে অন্তত আমাদের পরামর্শ নিলে। নির্মিত ভবনে সেসব প্রযুক্তি ব্যবহার করুন।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি শিথিলতার কারণে বহুতল ভবন নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। বিগত সময়ে এটা বেশি হয়েছে। এখন সেগুলো সংস্কার এবং যুগোপযোগী করা সময়ের দাবি। যারা বিল্ডিং কোড অমাণ্য করে ভবন নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।’

আরেক প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার বলেন, ‘যেসব ভবনে আগুন লাগছে, সেগুলোতে যা আগুনের শত্রু, সেসবের সবকিছুর সমাবেশ ঘটিয়ে রাখা হয়েছে। ফলে হঠাৎ ছোট্ট কোনো শর্ট সার্কিটের ঘটনায়ও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে। তবে আমরা যখন হাইকেট পার্ক করছি, তখন এ সমস্ত বিষয় বিবেচনা করে তৈরি করা হচ্ছে।’

এরআগে মন্ত্রী হাইটেক পার্কের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর