এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা ডিবিতে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 03:33:09

রাজধানীর বনানী ফারুক রুপায়ন (এফআর) টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তরিত করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকালে বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন ডিবির (উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহজাহান সাজু।

শাহজাহান সাজু বলেন, 'এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় দায়েরকৃত মামলাটি ইতোমধ্যে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে মামলা ও গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।'

এদিকে, শনিবার (৩০ মার্চ) দিনগত রাতে মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারকৃতরা হলেন- এফ আর টাওয়ারের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ইসলাম এবং ভবনটির জমির মালিক এস এম এইচ ফারুক। রাত সাড়ে ১০টায় বারিধারার নিজ বাসা থেকে প্রথমে তাসভির এবং রাত ১টার দিকে ফারুককে গ্রেফতার করা হয়।

এর আগে, শনিবার (৩০ মার্চ) বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জমির মালিক এস এম এইচ আই ফারুক (৬৫), রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুল (৫৭), কাশেম ড্রাইসেল লিমিটেডের সত্ত্বাধিকারী তাসভিরুল ইসলাম (৬২) ও এফআর টাওয়ার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ অজ্ঞাতনামা আরও অনেকের নামে অভিযোগ আনা হয়।

উল্লেখ, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে। অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর