মে থেকে রাজউকের সেবা অনলাইনে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 19:14:21

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) জনবান্ধব করতে আগামী ১ মে থেকে রাজউকের সকল সেবা অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে রাজউকের মতো সংস্থা পিছিয়ে থাকবে কেন? আগামী ১ মে থেকে রাজউকের সকল সেবা ডিজিটালাইজড হবে। রাজউকের দফতরে কোনো ফাইল মিসিং শব্দ থাকবে না।’

রোববার (৩১ মার্চ) দুপুরে রাজউক অডিটোরিয়ামে সম্প্রতি বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের পারিপ্রেক্ষিতে ও ঢাকা শহরে বিদ্যমান ভবনসমূহের বর্তমান অবস্থা সম্পর্কে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজউকের কর্মপরিসর ঢেলে সাজানোর জন্য স্ব স্ব ক্ষেত্রের প্রতিটি এলাকার নির্মাণ কাজের অগ্রগতি প্রেসক্রাইব ফরমে দিতে হবে। প্রতিদিনের অগ্রগতি জানাতে হবে। কোন এলাকার কতগুলো ভবন পরিকল্পনা পরিপন্থি হয়েছে অথবা পরিকল্পনার ভিত্তিতে করা হয়নি, সেগুলো প্রতি মাসে আপডেট জানাতে হবে। অতীতে দেখা গেছে কিছু নোটিশ দিয়েই খান্ত হয়েছে। এবার তা হবে না। নিয়মের বাইরে ভবন নির্মাণ হলে যত প্রকার ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা তা করব। রাজউকের জনভোগান্তি থেকে বের করে যাতে জনবান্ধব এবং সেবামূলক কর্মকাণ্ডকে সহজ করা যায় সেই লক্ষ্যে কাজ করছি।’

রাজউকের তদন্ত টিমের কাজ নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনে টার্মস অব ইনকোয়ারি নির্ধারণ করেছি। এফআর টাওয়ারের ভবনের অনুমোদন থেকে শুরু করে সেসময়ে কারা দায়িত্বে ছিলেন। ভবনটি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা? পর্যাপ্ত সিঁড়ি ছিল কিনা? দুর্ঘটনা থেকে বেরিয়ে আসার ব্যবস্থা ছিল কিনা। ভবনের প্ল্যান যখন অনুমোদন হয়েছে সেই সময়ে কারা দায়িত্বে ছিলেন সেটা খতিয়ে দেখবে কমিটি। তাছাড়া যখন ঊর্ধ্বমুখী অতিরিক্ত ভবন নির্মাণ হল, সেসময় অথরাজাউড অফিসার কারা ছিলেন? অথবা কি কি উপায়ে কারা ভবন সম্পন্ন করেছে সকলকে দৃশ্যপটে নিয়ে আসবে তদন্ত কমিটি। নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর