এইচএসসি পরীক্ষা: কেন্দ্রে ঘড়ি নিতে না দেওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-27 08:36:00

সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের হাতঘড়ি নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

সোমবার (১ এপ্রিল) সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে উপস্থিত অভিভাবকরা বলেন, পরীক্ষা সংক্রান্ত নির্দেশনার কোথাও ঘড়ি নেওয়া যাবে না উল্লেখ নেই। এমনকি প্রবেশ পত্রেও লেখা নেই যে ঘড়ি নেওয়া যাবে না। ঘড়ি দেখতে না পারলে সময় বুঝে প্রশ্নের উত্তর লেখা কষ্টকর হবে শিক্ষার্থীদের জন্য। যা কোনোভাবেই কাম্য নয়।

নটরডেম কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক জায়েদ কাদেরি অভিযোগ করে বলেন, আমার ছেলে সাধারণ ঘড়ি নিয়ে কেন্দ্রে গেলেও তাকে বের করে দেওয়া হয়। পরে আমার কাছে ঘড়ি রেখে যেতে হয়েছে তাকে।

এমন অভিযোগ অনেক অভিভাবকের। তারা বলছেন, সারাদেশের কলেজে ঘড়ি নিতে দে্ওয়া হলেও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ঘড়ি নিতে দেওয়া হচ্ছে না। সবার জন্য আইন সমান হতে হবে।

এ সম্পর্কিত আরও খবর