৯ দফা দাবিতে রাজশাহী জুট মিল শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-30 17:20:34

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৯ দফা দাবিতে লাঠি মিছিল ও পথসভা করেছে রাজশাহী জুট মিলের শ্রমিকরা।

সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে 'পাটকল শ্রমিক লীগ'-এর ব্যানারে আয়োজিত মিছিল ও পথসভায় অংশ নেন শ্রমিকরা।

বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি-দাওয়া আদায়ের লক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) পর্যন্ত টানা ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। এর আগে রোববার (৩১ মার্চ) বিক্ষোভ মিছিল ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এদিকে, দুপুর ১২টার দিকে নগরীর কাটাখালি জুট মিলে সরেজমিন গিয়ে দেখা গেছে, মিলের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিকরা লাঠিতে লাল পতাকা বেঁধে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। কর্মসূচিতে মিলের প্রায় ৮০০ শ্রমিক অংশ নেন। শ্রমিকদের আন্দোলনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রাজশাহী জুট মিল শ্রমিক লীগের সভাপতি জিল্লুর রহমান বলেন, 'জানুয়ারি মাস থেকে আমাদের সবার বেতন বন্ধ রয়েছে। ২০১৩ সাল থেকে গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া বন্ধ। যারা অবসরে যাচ্ছেন, তারা পেনশন পাচ্ছেন না। ফলে শেষ বয়সে এসে আবার নতুন করে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে।'

তিনি আরও বলেন, 'এ আন্দোলন আমাদের রুজি-রুটির। আমাদের এই ন্যায্য দাবি মানা না হলে আগামী ৭ এপ্রিল থেকে লাগাতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।'

এ সম্পর্কিত আরও খবর