প্লেন ছিনতাই চেষ্টা: দুই পাইলট প্রশংসিত

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:58:28

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় এয়ারলাইন্সের দুই পাইলট প্রশংসিত হয়েছেন।

বিশ্বব্যাপী কর্মরত পাইলটদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলটের (ইফালপা) সভাপতি ক্যাপ্টেন রন আবেল সম্প্রতি দুই পাইলট ক্যাপ্টেন গোলাম শাফি এবং ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব এর সাহসিকতার জন্য ভূয়সী প্রশংসা করেছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) বিমানের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইফালাপা সভাপতি পাইলটদের পেশাদারিত্ব, বুদ্ধিমত্তা এবং তাদের ইতিবাচক আচরণের প্রশংসা করেন। যা বিমানের সকল ক্রুসহ বিশ্বব্যাপী সকল সহকর্মীদের অনুপ্রাণিত করবে।

এতে আরও বলা হয়, এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দক্ষতার সাথে সফলভাবে সম্পন্ন করতে পারাটা, ভবিষ্যতে বিশ্বের সকল পাইলটের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বিজি-১৪৭ ফ্লাইটে চট্টগ্রামে টানা দুই ঘণ্টা সংকটময় পরিস্থিতির মধ্যে ছিল। শেষ পর্যন্ত ১৪৩ জন যাত্রীর সবাই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ থেকে নিরাপদে বের হয়ে আসেন। এছাড়া বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর