রাজশাহীতে কাউন্সিলরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-26 02:22:04

রাজশাহীর তানোর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জুলেখা বেগমের বিরুদ্ধে মসজিদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম বুধবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকায় বেলপুকুরিয়া পূর্বপাড়া জামে মসজিদের অবকাঠামো উন্নয়নে ১ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি মসজিদ কমিটিকে না জানিয়ে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জুলেখা বেগম তার স্বামী শরিফুল ইসলামকে মসজিদ কমিটির ভুয়া সভাপতি বানিয়ে এবং কমিটির অন্য সদস্যদের জাল স্বাক্ষর জমা দিয়ে টাকা তুলে নেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম। তিনিসহ মসজিদ কমিটির সদস্যরা বিষয়টি অবগত ছিলেন না। মঙ্গলবার (০২ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে।

মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম বার্তা২৪.কম বলেন, ‘একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে মসজিদের উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাত করেন, তা কিছুতেই বোধগম্য নয়। আমরা বিষয়টি নিয়ে মর্মাহত। ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি।’

বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হবে বলেও জানান তিনি ।

জানতে চাইলে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জুলেখা বেগম বার্তা২৪.কমকে বলেন, ‘বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। আমি সবার সঙ্গে কথা বলে মীমাংসা করেন নিব।’

তিনি তার স্বামীকে ভুয়া সভাপতি বানিয়ে টাকা তুলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকাটা তোলা হয়েছে। সেটা আমার কাছে আছে। আমি দিয়ে দিব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী বার্তা২৪.কমকে বলেন, ‘মসজিদ কমিটির লোকজন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর