কোটি টাকার দুর্নীতি: বিমানের দুই কর্মকর্তা ওএসডি

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-25 05:20:16

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমানের ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলম ও ডিজিএম শফিকুল ইসলামকে ওএসডি করা হয়েছেl 

বিমানের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছেl বুধবার (৪ এপ্রিল) বিমানের অফিস আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়l

এই দুই কর্মকর্তাকে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দফতরের সংযুক্ত বা ওএসডি করা হয়েছে l

বিমানের আদেশ বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিপণন ও বিক্রয় শাখার দায়িত্ব এমডির কাছে ন্যস্ত থাকবেl

শফিকুল ইসলাম এর বিরুদ্ধে বিমানের কার্গো পরিবহনে অনিয়মের অভিযোগ এসেছেl শফিকুল ইসলাম চার বছর বিমানের যুক্তরাজ্যের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি ঢাকায় বদলি হন তিনিl তার বিরুদ্ধে বিনামূল্যে টিকেট বিক্রি করে ষোলো কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গিয়েছেl তিনি যুক্তরাজ্যে কান্ট্রি ম্যানেজার থাকাকালীন লন্ডন থেকে ২ হাজার ৪৭২টি বিনা মূল্যের টিকেট ইস্যু করেন। যার মূল্য প্রায় ১৬ কোটি টাকাl এর মধ্যে বিজনেস ক্লাসের টিকিট ছিল ১ হাজার ১৩৬টি এবং ইকোনমি ক্লাসের ছিল ১ হাজার ৩৩৬টিl

এই সিদ্ধান্তের ফলে বিমানের বিপণন ও বিক্রয় শাখার পরিচালক ও জিএম দুটি পদই শূন্য হলোl বিমান এখন লন্ডন স্টেশনে দুর্নীতির তদন্ত শুরু করবেl

এ সম্পর্কিত আরও খবর