খুলনায় আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-09-01 11:48:41

৯ দফা দাবিতে সারাদেশের ন্যায় খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ৭২ ঘণ্টার ধর্মঘটের শেষ দিনের আন্দোলন কর্মসূচি চলছে। এদিনের আন্দোলনে পুলিশের ওপরে হামলা করেছে শ্রমিকরা। হামলায় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এতে ঘটনাস্থলেই ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৬টা থেকে খুলনার রাজপথ-রেলপথ বন্ধ করে দিয়ে শ্রমিকরা নগরীর দৌলতপুরস্থ নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করছিল। সকাল সাড়ে ১০টার দিকে পাবলা পুলিশ বক্সের অদূরে পুলিশের সিটিএসবি শাখার একজন সদস্য মোবাইলে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়।

এ সময় উত্তেজিত শ্রমিকরা নতুন রাস্তার মোড়ের পাবলা পুলিশ বক্সে লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করে। বিক্ষুব্ধ শ্রমিকদের ইটের আঘাতে ঘটনাস্থলেই ৪ পুলিশ সদস্য গুরুত্বর আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কেএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বার্তা২৪.কম-কে বলেন, 'প্রতিদিনের মতোই পুলিশ সদস্যরা শ্রমিকদের কর্মসূচিতে নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছিলো। হঠাৎ শ্রমিকরা পুলিশের উপরে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। পাবলা পুলিশ বক্সে পুলিশ সদস্যরা আশ্রয় নিলে অফিসেও ভাঙচুর করে পাটকলের শ্রমিকরা। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করতে একটি অ্যাম্বুলেন্স আসলে সেটিও ভাঙচুর করে শ্রমিকরা।'

তিনি আরও বলেন, 'এ সময় পুলিশ বক্সে থাকা একটি মটরসাইকেলও ভাঙচুর করা হয়। পুলিশ সদস্যদের বাঁচাতে আমি এগিয়ে গেলে আমার দিকেও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আমি পার্শ্ববর্তী দোকানে আশ্রয় নেই। হামলার ঘটনায় ইন্সপেক্টর বাশারসহ ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ সদস্যদের উপরে অতর্কিত এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

ঘটনার পরে শ্রমিক নেতা সোহরাব হোসেন বলেন, 'পুলিশ বক্সে যারা ভাঙচুর করেছে তারা কেউ পাটকলের শ্রমিক না। বাইরে থেকে বহিরাগতরা এসে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। শ্রমিকরা কখনো এমন কাজ করতে পারে না। যারা হামলা চালিয়ে ভাঙচুর করেছে, তাদের ধরে শাস্তি দিন।'

সিবিএ-নন সিবিএ’র যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা খলিলুর রহমান বলেন, 'পুলিশের ওপরে আমাদের কোনো শ্রমিক হামলা করেনি। এ ঘটনায় বরং আমাদের কয়েকজন শ্রমিকই ইটের আঘাতে আহত হয়েছে।'

উল্লেখ্য, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিকদের ৯ দফা দাবিগুলো হলো- নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ-গ্রাচ্যুইটি ও মৃত শ্রমিকদের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন ও বরখাস্ত শ্রমিকদের কাজে পুনঃবহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা।

এ সম্পর্কিত আরও খবর