টাকা নয়, ফায়ার সার্ভিসের উন্নয়ন চান নিহত আবিরের মা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম | 2024-01-15 21:14:28

রাজধানীর বনানীর ফারুক ও রূপায়ণ (এফআর) টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আনজির সিদ্দিক আবিরের মা স্কুল শিক্ষিকা তাশরিফা খানম তার ছেলের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

তাশরিফা খানম বলেন, ‘আমি টাকা চাই না, আমি চাই ফায়ার সর্ভিসের উন্নয়ন হোক। কারণ অগ্নিকাণ্ডে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। দেশের ফায়ার সার্ভিসের আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হোক।’

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বার্তা২৪.কমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে লালমনিরহাটের পাটগ্রামের বাড়িতে বসে কথাগুলো বলছিলেন তাশরিফা খানম। এর কিছুক্ষণ আগে আবিরের বাবাকে ফোন করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মামলা করতে বলেন।

আবিরের মা বলেন, ‘বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলছেন পাটগ্রামের টেপুরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই খেলায় বিজয় নিয়ে আসতেই আমার ঢাকা যাওয়া। সেদিন প্রথম ছেলের অফিসে যাওয়ার কথাও ছিল আমার। কিন্তু বিজয়ের পরিবর্তে ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে সেটা কখনো ভাবিনি।’

তিনি বলেন, ‘এ ঘটনার পর বনানী থানা থেকে ফোন করা হয়েছিল, আমি যদি অগ্নিকাণ্ডে ছেলের মৃত্যুর বিষয়ে মামলা করি, তাহলে অনুদান পাবো। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি ছেলের মৃত্যুর ক্ষতিপূরণের কোনো টাকা চাই না। ওই টাকা দিয়ে ফায়ার সার্ভিসের উন্নয়নের দাবি করছি। আমি আমার ছেলের মৃত্যুর জন্য মামলা করব না। নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়। তাহলে ফায়ার সার্ভিসের উন্নয়ন সম্ভব নয় কেন? আমি চাই অগ্নিকাণ্ডে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।’

এ সময় আনজির সিদ্দিক আবিরের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আবিরের বিয়ের বিষয়ে কথা চলছিল। কিন্তু আমার ছেলে যে অকালেই চলে গেছে তা ভেবে কষ্ট হচ্ছে।’

উল্লেখ্য, গত ২৮ মার্চ দুপুরে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও খবর