রোহিঙ্গাদের জন্য আগের মতো সাহায্য আসছে না: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), বার্তা২৪.কম | 2023-08-12 05:49:05

রোহিঙ্গাদের জন্য আগে বিদেশ থেকে যেভাবে সাহায্য আসত, এখন আর সেভাবে সাহায্য আসছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের ছেলে-মেয়েরা স্বদেশে গিয়ে লেখাপড়া করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত বিদেশি ৩৫টি দেশের ৫৩ জন বিদোশ রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে ওই হোটেলে অবস্থানকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুরুষের পাশাপাশি আমাদের দেশের নারীরাও বিদেশে যাবে। তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে বিদেশে কাজ করতে পারে সেজন্য তাদের ট্রেনিং দেওয়া হবে।

বিকালে ইস্পাহানি চা বাগান ও চা বাগান কারখানা পরিদর্শন, রামনগর মনিপুরী গ্রাম পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী। তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।

এ সম্পর্কিত আরও খবর