যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-29 04:36:03

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সতর্কবার্তা অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভার সূচনা বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঝড়-ঝাপটা ও নানা দুর্যোগের মধ্য দিয়েও বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করেই আমেরিকা (যুক্তরাষ্ট্র) একটা সিকিউরিটি এলার্ট দিয়েছে। ঠিক কী কারণে এই সিকিউরিটি এলার্ট জারি করা হয়েছে, সেটি আমাদের জানা নেই। তাই এলার্ট জারির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা উচিৎ। তারপরও আমরা খোঁজ-খবর নিচ্ছি, কেন এই সিকিউরিটি এলার্ট।’

শেখ হাসিনা বলেন, ‘হঠাৎ করে আগুন লাগার কারণেই কী এই এলার্ট? আমেরিকা-লন্ডনেও তো আগুন লেগে অনেক মানুষ মারা যায়। সেসব দেশে তো আমাদের মতো এত সময় দিয়ে উদ্ধার অভিযানও চালানো হয় না।’

‘তাহলে কেন এই এলার্ট, সেটিও জানানো উচিৎ। কারণ সন্ত্রাসবাদের সমস্যা সারা বিশ্বেরই। একটি ঘটনা ঘটলে তার প্রভাব সারা বিশ্বেই পড়ে। তাই আমেরিকার কাছে কোনো তথ্য থাকলে তা অতি দ্রুত কর্তৃপক্ষকে জানানো উচিৎ।’

তিনি বলেন, বাংলাদেশের ইন্টিলিজেন্স ও প্রশাসন অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তাদের সহায়তায় আমরা বাংলাদেশকে জঙ্গিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করেছি।

এ সম্পর্কিত আরও খবর