টেলি সামাদের মৃত্যুতে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হলো: তথ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-08-19 04:23:47

রাজধানীর এফডিসিতে বরেণ্য অভিনেতা টেলি সামাদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর লাশ দাফনের উদ্দেশে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নেয়া হয়।

টেলি সামাদের জানাজায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য সচিব আবদুল মালেক, তার পরিবারের সদস্যরা ছাড়াও নায়ক ও সাংসদ ফারুক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, আলী রাজ, অমিত হাসান, সম্রাট, অঞ্জনা, গায়ক আবদুল হাদি, ফকির আলমগীর এবং কয়েকজন নির্মাতা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘টেলি সামাদ চার দশক ধরে অভিনয় দিয়ে চলচ্চিত্রকে আলোকিত করেছেন। তার মতো শিল্পীর মৃত্যুতে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হলো। তার আত্মার শান্তি কামনা করি।’

নায়িকা অঞ্জনা টেলি সামাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘টেলি ভাইয়ের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। তার মধ্যে কখনো রাগ বা হিংসা দেখিনি। সব সময় তিনি হাসিখুশি থাকতেন। তার মনে অনেক দুঃখ কষ্ট থাকলেও কাউকে বুঝতে দিতেন না।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘বটবৃক্ষের ছায়া ছিলেন টেলিসামাদ। রাস্তার ফকির থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে চিনতেন। সব সময় হাসিমাখা মুখ নিয়ে চলতেন। তার এই চলে যাওয়ায় আমাদের চলচ্চিত্রে অপূরণীয় ক্ষতি হলো।’

টেলি সামাদের পারিবারিক সূত্রে জানা যায়, বাদ আসর পঞ্চম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জের নয়াগাঁও গ্রামে। তারপর তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টেলি সামাদ (৭৪)। খাদ্যনালী, ফুসফুসের সমস্যাসহ একাধিক রোগে ভুগছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর