‘নিরাপদ সড়কের জন্য আইন নয়, সচেতনতাও জরুরি’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:36:32

নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। এর জন্য শুধুমাত্র আইন নয় সবার সচেতনতা জরুরি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে জাতীয় প্রেসক্লাবে 'নিরাপদ সড়ক: আইনের প্রয়োগ ও জনসচেতনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

আনিসুল হক বলেন, ‘রাস্তায় চলাচলের ক্ষেত্রে সচেতনতা ছাড়া নিরাপদ সড়ক গড়ে তুলতে আমরা পারব না। গণপরিবহনের মালিক, চালক, হেলপার এবং পথচারী সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং সচেতনভাবে চলাচল করতে হবে, তাহলে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।’

পথচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘পথচারীদের অনুরোধ করব রাস্তা পারাপারে আপনারা সচেতন হবেন। যত্রতত্র রাস্তা না পার হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। আপনাদের সচেতনতাই পারে দুর্ঘটনা রোধ করতে।’

চালকদের শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘গাড়ি চালকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে রাস্তায় নামাতে হবে। এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পৌঁছে দেওয়া এবং কাউকে আহত না করা চালকের কাজ। তাই তাকে ট্রাফিক আইন বুঝে ও শিখে গাড়ি চালাতে হবে। আর তার জন্য মালিকদের সহায়তা দরকার।’

তিনি আরও বলেন, ‘উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সড়ক আইন করা হচ্ছে। এখন বিধিমালার কাজ চলছে। এই কাজ শেষ হলে সড়ক আইন আইন বাস্তবায়ন করা হবে।’

জাগো ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কবি ও সাংবাদিক নাসির আহমেদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ আরও অনেকই।

এ সম্পর্কিত আরও খবর