হ্যাকারদের কবলে পেট্রোবাংলার ওয়েবসাইট

বিবিধ, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা ২৪.কম | 2023-08-27 02:20:33

হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) অফিসিয়াল ওয়েবসাইট। বাংলাদেশি হ্যাকাররা এটি ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে। 

রোববার (৭এপ্রিল)  বিকাল ৫ টায় পেট্রোবাংলার ওয়েবসাইট (www.petrobangla.org.bd) ভিজিট করলে দেখা যায়। সেখানে লেখা: ‘হ্যাক্ড বাই এন৩৩এলওবি৩৩। পরে বার্তা২৪.কমের পক্ষ থেকে পেট্রোবাংলার জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে তারা বলেন, সাইটটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সাইটের হোম পেজে হ্যাকারা লিখে রাখে, ‘Your All Data Are Safe. Respect : TiGER-M@TE. Bangladesh Cyber Army. Team_CC. BD Grey Hat Hackers.3xp1r3 Cyber Army. Bangladesh Script Kiddie Hackers.Blacksmith Hackers Team.’

 

এ সম্পর্কিত আরও খবর