চক্রের ৩ সদস্য গ্রেফতার, রিমান্ড মঞ্জুর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:24:15

গ্রেফতারকৃত ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিনজন সদস্যের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৭ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৬ এপ্রিল) রাতে রাজধানীর হাজারীবাগ থেকে এইচএসসি পরীক্ষার একাধিক ছাত্র/ছাত্রীর গ্রেড সিট ও ডকুমেন্টসহ তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- ইমরান খসরু (২৪), মো. আহসান হাবীব (২৪) ও মো. ইমরান হোসেন রাকিব (২৪)।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাদের মোবাইল ডিভাইস ও ফেসবুক পর্যালোচনা করে আমরা প্রাথমিকভাবে জানতে পারি, বিভিন্ন ফেক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি, দাখিল, এইচএসসি পরীক্ষার্থীদেরকে ভুয়া প্রশ্ন সরবরাহ করবে বলে তারা আশ্বাস দেয়। এছাড়া ফেল করা বিষয়ে পাস করিয়ে দেবে এমন প্রলোভন তারা বিভিন্ন সময় শিক্ষার্থীদের দেখিয়ে আসছিল। এসব আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তারা ইতোমধ্যেই বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর