মৃত্যুর কাছে হার মানলেন বনানীর অগ্নিকাণ্ডে আহত অগ্নিসেনা সোহেল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 21:26:06

১১দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বনানীর ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের আগ্নিকাণ্ডে আহত অগ্নিসেনা সোহেল রানা।

সোমবার (৮ এপ্রিল) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর ৪টা ১৭ মিনিটে তিনি মারা যান।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

২৮ মার্চ দুপুর পৌনে ১টার দিকে ২২তলা এফআর টাওয়ারের আট ও নয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। তাতে নিহত হন ২৬ জন এবং আহত হন দমকল কর্মী সোহেল রানাসহ অন্তত ৭৩ জন।

অগ্নিকাণ্ডের পর কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার  করছিলেন। একপর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে গেলে তিনি মই থেকে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। ওই সময় তার একটি পা ল্যাডারের চাপে ভেঙে যায় এবং পেটেও প্রচণ্ড চাপ পড়ে। 

 

 

এ সম্পর্কিত আরও খবর