নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলো হবে মডেল শহর

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 12:16:54

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নবসংযুক্ত ওয়ার্ডগুলোতে আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করে এগুলোকে মডেল শহর করার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন, আধুনিক শহরে রূপান্তর করতে সময় লাগবে। এটা আমাদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। নতুন প্রজন্মের জন্য ঢাকাকে মডার্ন সিটি হিসেবে দেখতে চাই।

সোমবার (৮ এপ্রিল) ডিএসসিসি'র ব্যাংক ফ্লোরে নবগঠিত ১৮টি ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমাদের জনবল সংকট রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়ায়। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে মানুষের সেবায় এগিয়ে আসুন। আমলাতান্ত্রিক জটিলতা যতটুক কমিয়ে কাজ করা যায় সেজন্য আমলাদের প্রতি আহবান জানাই।

সাঈদ খোকন জানান, নাগরিক সুবিধা বৃদ্ধির করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সুদূরপ্রসারি চিন্তাভাবনার অংশ হিসেবে ঢাকা সিটি করপোরেশনকে দুইভাগে ভাগ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, ২০১১-২০১৯ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে এখনো আমরা জনবলকাঠামো অনুমোদন পাইনি। আমরা ডিএসসিসির চাহিদার মাত্র ৪০ শতাংশ জনবল নিয়ে কাজ করছে। চার বছরেও জনবল সংকট কাটিয়ে ওঠা যায়নি।

নবসংযুক্ত ওয়ারর্ডগুলোর কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, নবসংযুক্ত ইউনিয়নগুলোতে অনেক সম্পদ রয়েছে। আমাদের দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের পূর্বে আয়তন ৪৫ বর্গ কিলোমিটার আর নব সংযুক্ত ওয়ার্ডগুলোর আয়তন ৮০-৮২ বর্গ কিলোমিটার; অর্থাৎ দ্বিগুণ এলাকা যুক্ত হয়েছে। কিন্তু সেখানে ভৌত অবকাঠামো এখনো সেভাবে গড়ে ওঠেনি। যেগুলো গড়ে উঠেছে সেগুলো পরিকল্পনা মাফিক হয়নি। অনেকটাই অপরিকল্পিত।

মেয়র বলেন, খুব দ্রুততার সঙ্গে প্রথমে নবসংযুক্ত ওয়ার্ডগুলোতে স্বাচ্ছন্দ্যে চলাচল উপযোগী রাস্তা করতে এরইমধ্যে প্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্পের মধ্যে চারটি ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি চারটি ইউনিয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা খুব দ্রুত এই জায়গার রাস্তা-ঘাট, অলি-গলি ব্যবহার উপযোগী করব। ১৮টি ওয়ার্ডের রাস্তা মানুষের চলাচলের উপযোগী করব।

তিনি বলেন,পানি উন্নয়ন বোর্ড প্রকল্প হাতে নিয়েছে, সেই কাজ শেষ হলে ওই এলাকায় জলাবদ্ধতা থাকবে না। একটি পরিকল্পিত শহর হিসেবে এই ১৮টি ওয়ার্ডকে গড়ে তুলতে চাই। বিশ্বব্যাংকের মতামত অনুযায়ী, ঢাকার বিদ্যমান সমস্যার সমাধান পূর্ব দিকে অর্থাৎ নবগঠিত ওয়ার্ডগুলো জায়গা রয়েছে। এই এলাকাকে আমরা সুপরিকল্পিতভাবে নগরায়ন করতে চাই। এজন্য একটি প্রকল্প তৈরি করতে যাচ্ছি। দক্ষিণ থেকে উত্তর দিকে বরাবর বড় সড়ক তৈরির মধ্য দিয়ে এলাকার মূল যাতায়াত নিশ্চিত করব। সেখানে ব্যাপক জমি অধিগ্রহণ লাগবে। এতে সবার সহযোগিতা চাই।

এছাড়া খুব অল্প সময়ের মধ্যে সরকারি সংস্থা পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) নবগঠিত ওয়ার্ডগুলো নিয়ে মাস্টার প্লান করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, খুবই অল্প সময়ের মধ্যে ৭-১০ দিনের মধ্যে মাস্টার উপস্থাপন করবে সংস্থাটি। এই প্রকল্প উপস্থাপনের পর সেই প্লান কাউন্সিলরদের দেব। এই প্লান এলাকার মানুষের মতামতের ভিত্তিতে একনেক সভায় পাঠাব। সেখানে অনুমোদন হলে কাজ শুরু হবে। এই প্রজেক্ট হবে অবকাঠামো ও স্যুয়ারেজ সিস্টেমের জন্য। এরপর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ইটিপি করেছি। অন্যান্য সেবাগুলোর আওতায় এই এলাকা নিয়ে আসতে চাই। এই ১৮টি ওয়ার্ড মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই। তবে দুই তিন বছরে এটা হবে বললে বাস্তবতা হবে না। একটা শহর পরিণত হবে ৫০, ৬০, ১০০ বছর সময় লাগে।

এ সম্পর্কিত আরও খবর