মানবতাবিরোধী অপরাধ : ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-19 06:16:39

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার শেখ আব্দুর রহিমসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। মঙ্গলবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার প্রধান আব্দুল হান্নান খান। সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান বলেন, আসামিরা খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া, পাচুরিয়া, আটলিয়া গ্রামে মুক্তিযুদ্ধের পক্ষের ২২ ব্যক্তিকে হত্যা করে। এ ছাড়া অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুট করার প্রমাণও পাওয়া গেছে। তদন্তে ৪৮ ব্যক্তির সাক্ষ্য, খুলনা জেলার রাজাকার তালিকাসহ একাত্তরে প্রকাশিত সংবাদপত্রকে আমলে নেওয়া হয়েছে বলেও জানান আবদুল হান্নান খান। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন আজ (সোমবার) ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে। অভিযুক্ত ১১ আসামির মধ্যে ৯ জন গ্রেফতার হয়েছেন। অন্য দুই জন পলাতক বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর