ফেনীর মাদরাসা ছাত্রীকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 21:55:34

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ফেনীর সেই মাদরাসা ছাত্রীর খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ওই ছাত্রীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর কথা উল্লেখ করেছেন বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

সোমবার (৮ এপ্রিল) সাড়ে ৫টার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান সামন্ত লাল।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী একটু আগে আমাকে ফোন দিয়েছিলেন, যদি ছাত্রীকে সিঙ্গাপুর নেয়ার মতো হয়, এবং সেখানে নিলে যদি সে সুস্থ হয়, তাহলে তাকে সেখানে নিতে বলেছেন।'

ডা. সামন্ত লাল বলেন, 'সিঙ্গাপুরের একটি হাসপাতালের সাথে আমাদের চুক্তি আছে। তাদের কাছে আমরা কাগজপত্র পাঠিয়েছি। তারা যদি সম্মতি দেয়, আমরা অতিদ্রুত তাকে সেখানে পাঠিয়ে দেব।' 

ওই ছাত্রীর বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, 'লাইফ সাপোর্টে নেয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।'

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান ওই ছাত্রী। মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে রাফি ওই বিল্ডিংয়ের চার তলায় যান।

সেখানে মুখোশ পরা চার-পাঁচ জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ফেনী থেকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর