মসিক নির্বাচন, মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-25 22:01:56

আসন্ন ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে (মসিক) মেয়র পদে লড়তে ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইকরামুল হক টিটু, জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আবু মো. মুসা, শহীদুল ইসলাম স্বপন মণ্ডল ও বিশ্বজিৎ ভাদুরী।

সোমবার (৮ এপ্রিল) দাখিলের শেষ দিনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও কাউন্সিলর পদে ৩৩টি ওয়ার্ডে ২৫৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়ন দখিল করেছেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও মসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আচরণ বিধি ভঙ্গ করে প্রচারণা চালালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ সিটি নির্বাচনে আগামী ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

আঞ্চলিক নির্বাচন কার্যালয় জানায়, মসিক নির্বাচনে ১২৭টি ভোটকেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট দুই লাখ ৯৬ হাজার ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এ নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর