চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকাডুবে নিখোঁজ চারজনের সন্ধান এখনো মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরিদল সারাদিন উদ্ধার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি।
এর আগে রোববার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে কর্ণফুলী নদীর ১৩নং ঘাটে নৌকাটি ডুবে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, রোববার রাতে অন্ধকারের কারণে ডুবুরিরা উদ্ধার অভিযান স্থগিত করে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে তারা উদ্ধার অভিযান আবার শুরু করেন । কিন্তু নিখোঁজ চারজনের এখনো খোঁজ পাননি তারা।
নিখোঁজরা হলেন- কর্ণফুলী থানা এলাকার আবদুল খালেকের ছেলে মো.হানিফ (৩৫), একই এলাকার নুরুল ইসলামের ছেলে আকবরের (৪০), শেরপুর জেলার আবদুল করিমের ছেলে হাবিবুর রহমান। অপর একজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝনদীতে ঢেউয়ের ধাক্কায় ডুবে যাওয়া নৌকায় মাঝিমাল্লাসহ ১২ জন ছিলেন। তাদের আটজন উদ্ধার হলেও বাকি চারজনের সন্ধান এখনো মেলেনি।
আরও পড়ুন: কর্ণফুলীতে নৌকাডুবি, নিখোঁজ ৪