ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির পাশে পদচারী সেতু হবে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:05:14

রাজধানীর রামপুরা, বনশ্রী, আফতাব নগর, হাতিরঝিল এলাকার বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে বিশেষ করে ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির ছাত্র-ছাত্রীদের রাস্তা পারাপারের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়টির পাশের প্রগতি সরণি রোডে পদচারী সেতু (ফুটওভার ব্রিজ) নির্মাণের কথা জানালেন মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই মেয়র বলেন, ‘শুধু ভার্সিটির ছাত্র-ছাত্রী না, এখানকার সকল মানুষের সুবিধার্থে উপযুক্ত জায়গায় একটা ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেব।’

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাস্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনজুরুল এলাহী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন, উপাচার্য এসএম শহিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে মেয়র পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

আতিকুল ইসলাম বলেন, ‘রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই সড়কে জেব্রা ক্রসিংয়ের পাশে ফ্লাশ লাইট ও পুশ বাটন সিস্টেম চালু করতে যাচ্ছি। এই ব্যবস্থা চালু হলে পুশ বাটন চেপে পথচারীরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে পারবেন।’

নগররবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘আপনারা যেখানে থাকছেন ঐ ভবনে জরুরি নির্গমন পথ আছে কি-না? ভবনটি নিরাপদ কি-না দেখে নিন। আর কোনো ভবন সম্পর্কিত তথ্য বা যেকোনো অভিযোগ জানাতে নগর অ্যাপ চালু করতে যাচ্ছি। এই অ্যাপের মাধ্যমে যেকোনো অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নেব।’

সড়কে সব ধরণের সুবিধা নিশ্চিত করে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া হতে প্রগতি সরণি পর্যন্ত সড়কটিকে মডেল সড়কে রূপান্তর করতে যাচ্ছে ডিএনসিসি। এই মডেল সড়ক প্রকল্প সফল হলে রাজধানীর সকল সড়কই মডেল সড়কের আদলে গড়ে তোলা হবে বলে জানান মেয়র আতিকুল।

এ সম্পর্কিত আরও খবর