দুপুরে হস্তান্তর করা হবে নুসরাতের মরদেহ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-17 06:44:23

ঢাকা: অধ্যক্ষ সিরাজ উদ দৌলার অনুসারীদের দেওয়া আগুনে দগ্ধ মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বার্তা২৪.কমকে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু।

বাচ্চু বলেন, মাদরাসা শিক্ষার্থী নুসরাতের মরদেহ এখনো ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। তবে কখন ময়নাতদন্ত করা হবে সেটি চিকিৎসকরা ভালো বলতে পারবেন। প্রয়োজনীয় কাজ শেষে আশা করি, দুপুরের দিকে পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে পারবে।

এর আগে বুধবার (১০ এপ্রিল) রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। নুসরাতকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার শরীরের প্রায় ৮০ শতাংশ আগুনে পুড়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, রাত ৯টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ফেনীর সোনাগাজী উপজেলায় দগ্ধ মাদরাসা ছাত্রী নুসরাত মারা গেছেন। ডিপ বার্ন হওয়ায় প্রথম থেকেই তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ ছিল।

নুসরাত সোনাগাজী পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের মাওলানা মুচা মিয়ার মেয়ে। সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাতকে যৌন হয়রানি করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। ২৭ মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের অনুসারীরা ৬ এপ্রিল আরবি প্রথমপত্র পরীক্ষা দেওয়ার সময় নুসরাতকে ডেকে ছাদে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেন। পরে চিকিৎধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

এ সম্পর্কিত আরও খবর