বিএনপি ও মহিলা দল নেতৃবৃন্দের তোপের মুখে পড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান।
বৃহস্পতিবার ( ১১ এপ্রিল) সিলেট জেলা পরিষদে আইডিয়া নামক একটি সংস্থার উদ্যোগে ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে গণফোরামের মোকাব্বির খান সেখানে উপস্থিত হন।
তখনই উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। বিএনপিসহ প্রায় সকল অতিথিবৃন্দ তখন আইডিয়া কর্তৃপক্ষকে ডেকে আনেন এবং মোকাব্বির খানকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার অনুরোধ জানান।
এ অনুরোধে আইডিয়া কর্তৃপক্ষ মোকাব্বির খানকে বক্তব্য দেয়ার ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সভা থেকে বেরিয়ে যান। পরে মোকাব্বির খান চলে গেলে আয়োজকদের অনুরোধে বিএনপি নেতৃবৃন্দ পুনরায় অনুষ্ঠানস্থলে যান।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘কোনো বেইমানের সঙ্গে আমরা অতিথি হতে পারি না। বেইমানের কোনো ধর্ম নেই, সমাজ নেই। বেইমান শুধু বেইমান-ই। তাই মোকাব্বির খানকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে।”