আত্মসমর্পণ করা চরমপন্থীদের নতুন সংগঠন ‘স্বপ্নচাষ’

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-23 11:14:11

‘আমরা আমাদের জন্য’ স্লোগানকে ধারণ করে রাজশাহীর বাগমারা থেকে যাত্রা শুরু করেছে ‘স্বপ্নচাষ ফাউন্ডেশন’। সরকারের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রথমে রাজশাহী অঞ্চলে এবং ক্রমেই দেশজুড়ে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ১২৯ জন। যাদের সবাই একসময় চরমপন্থী দলের সদস্য ছিলেন। গত ৯ এপ্রিল তারা পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন। এই সংগঠনের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে অর্থনৈতিকভাবে পুনর্বাসিত হচ্ছেন।

জানা যায়, বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জে সংগঠনের প্রধান কার্যালয়ে (অস্থায়ী) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

পরিচালনা পর্ষদের সভাপতি করা হয়েছে একসময়ের চরমপন্থী নেতা ৪টি হত্যা মামলাসহ ডজনখানেক মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবুকে। সাধারণ সম্পাদক করা হয়েছে আরেক চরমপন্থী নেতা আতাউর রহমান মোবারককে। তাদের নেতৃত্বে তিন দিন আগে পাবনায় ১৫ জেলার ৫৯৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছেন।

জানতে চাইলে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবু শুক্রবার (১২ এপ্রিল) সকালে মোবাইলে বার্তা২৪.কম-কে বলেন, ‘আত্মসমর্পণের আগে সরকার আমাদের অর্থনৈতিকভাবে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। স্বপ্নচাষ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার সেটা বাস্তবায়ন করবে। সেখানে আর্থিক সহযোগিতা দেবে। সরকারের প্রতিনিধি আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম মনিটরিং করবেন।’

তিনি বলেন, 'এই ফাউন্ডেশনে থাকছে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টি। সমাজের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা, তাদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করা, যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার জন্য কাজ করবো আমরা। যাতে বেকার জীবনযাপন করতে গিয়ে হতাশাগ্রস্ত কেউ আমাদের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে পড়ে।'

জানতে চাইলে রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বার্তা২৪.কম-কে বলেন, ‘সরকার তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য পুনর্বাসনের সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। তবে তারা যাতে ফের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখছি আমরা। যদি তারা সমাজের মানুষের মাঝে তাদের আগের কর্মকাণ্ডের প্রভাব খাটিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

এ সম্পর্কিত আরও খবর