তথ্য না দেওয়ায় চাটখিল পৌরসভা সচিবকে জরিমানা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 06:03:04

তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করার পরও তথ্য না দেওয়ায় নোয়াখালীর চাটখিল পৌরসভার সচিব মো আলতাফ হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। একই সঙ্গে যেসব তথ্য-উপাত্ত চেয়ে আবেদন করা হয়েছে আগামী দশ দিনের তা তথ্যপ্রার্থীকে দিতেও নিন্দেশ দিয়েছে কমিশন। গতকাল রোববার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাটখিল পৌর মার্কেট নির্মাণে মন্ত্রণালয়ের অনুমোদিত নকশার ফটোকপি, নকশায় কতটি দোকান উল্লেখ আছে, কতটি দোকান নির্মাণ করা হয়েছে, দোকান বরাদ্দের চুক্তির ফটোকপি এবং পৌরসভার মার্কেট নির্মাণের সব খরচের ভাউচারের ফটোকপি চেয়ে তথ্য কমিশন আইনে চাটখিল পৌরসভার সচিবের কাছে আবেদন করেছিলেন মৃণাল কান্তি বিশ্বাস নামের এক ব্যক্তি। এছাড়া তিনি ২০১৬-১৭ অর্থবছরে চাটখিল পৌরসভায় কতগুলো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়, প্রকল্পগুলোর অনুকূলে বরাদ্দের পরিমাণ কত, জলবায়ু ট্রাস্টের কত টাকা বরাদ্দ পায় ও সেই টাকা খরচের দালিলিক প্রমাণ, পৌরসভার মেয়রের গাড়ির জ্বালানি ও মেরামত বাবদ ২০১৬-১৭ অর্থবছরে কত টাকা খরচ হয়েছে- এসব তথ্যও চেয়েছিলেন। পৌরসভা সচিব এসব তথ্য না দেওয়ায় পরে আপিল করেন মৃণাল। এরপরও তথ্য না পেয়ে কমিশনে অভিযোগ করেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয়পক্ষের উপস্থিতিতে শুনানিতে চাটখিল পৌরসভার সচিব আলতাফকে দুই হাজার টাকা জরিমানা এবং দশ দিনের মধ্যে ওইসব তথ্য দেওয়ার নিন্দেশ দিয়েছে কমিশন। প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড মো গোলাম রহমান এবং তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার শুনানিতে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর