নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:01:41

ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘এই যে নির্মমভাবে বিনা করণে হত্যা করা হল, অপরাধীরা নাকি বোরকা পরে, হাতে মোজা পরে তারপর নাকি কেরোসিন দিয়ে তার (নুসরাত) শরীরে আগুন দেয়। ইতোমধ্যে কয়েকজন ধরা পড়েছে, আরও ধরা পড়বে। এরা ছাড়া পাবে না, আমরা এদের ছাড়ব না। আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের উপদেষ্টা পরিষদের সভার শুরুতে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখি মাঝে মাঝে কতগুলো দুর্ঘটনা ঘটে, কিছু সামাজিক সমস্যাও আমরা দেখতে পাই। সব থেকে দুর্ভাগ্য যে নিরীহ মানুষগুলো এর শিকার হয়। মাত্র কয়েকদিন আগে দেখছেন যে, মাদরাসার একজন ছাত্রী তার অধ্যক্ষ দ্বারা নিগৃহীত হয়, তাকে আগুনে পুড়িয়ে নিমর্মভাবে হত্যা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এই যে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এর নিন্দা করার ভাষা আমার নেই। আমি চেষ্টা করেছিলাম যে, কোনোভাবে মেয়েটাকে বাঁচাতে পারি কী না। এমনকি আমরা সিঙ্গাপুরের ডাক্তারদের সঙ্গে কথা বলা, ভিডিও কনফারেন্সিং করা, তাদের মতামত নেওয়া, প্রয়োজনে তারা যদি একটু আশ্বাস দিত সিঙ্গাপুরে পাঠাতে, তাহলে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু সেটা হল না। সে আমাদের ছেড়ে চলে গেছে।’

দেশে অগ্নি সন্ত্রাস চালুর জন্য বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগ সভাপতি। ২০১৪ সালে নির্বাচনে তারা নির্বাচন ঠেকানোর জন্য মানুষ পুড়িয়ে হত্যা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলীম পরীক্ষা চলাকালে নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেদিনই দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করানো হয় নুসরাতকে। ৭৫ ভাগ পুড়ে যায় তার শরীর। পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর