শপথ নিলেন রাজশাহীর ৮ উপজেলায় নির্বাচিতরা

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-29 12:29:00

রাজশাহী জেলার আটটি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রথমে নারীর ভাইস-চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরে ভাইস-চেয়ারম্যান এবং সর্বশেষ চেয়ার‌্যামনদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনগুলো হচ্ছে। বিএনপি নির্বাচনে আসলে উপজেলা ভোট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তারপরও নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। সরকার চেষ্টা করেছে, সব দলকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের প্রমুখ।

গত ১০ মার্চ রাজশাহী জেলার আটটি উপজেলায় প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এর আগেই মোহনপুর ও বাঘা উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থী জয়ী হন। পরে ভোট অনুষ্ঠিত হওয়া ছয়টি উপজেলাতেও নৌকার মনোনীত প্রার্থীরা জয়ী হন। এছাড়া সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে পবা উপজেলার ভোট স্থগিত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর