‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-12-31 17:54:06

আজকের ভোরের সূর্যের হাসি যেন নতুন বছরের আগমনী বার্তা নিয়ে বিগত বছরের বাঙালি জাতির গ্লানিকে ধুয়ে-মুছে দেওয়া আকাশ-বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্নানে শুচি করে তোলার দীপ্ত প্রয়াস।

রোববার (১৪ এপ্রিল) ভোরের সূর্য স্বাগত জানায় বাংলা নববর্ষ ১৪২৬'কে। নতুন বছরের প্রথম দিনটি চিরায়ত আনন্দ-উদ্দীপনা আর বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে হাজির হয় প্রতিটি বাঙালির হৃদয়ে।

সকাল ছয়টায় নতুন বছরে আগামীর কামনায় ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের ৫২তম আয়োজন শুরু হয়।

১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা একসঙ্গে গলা মিলিয়ে গেয়ে ওঠেন ‘এসো হে বৈশাখ এসো এসো।’

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ‘সত্য ও সুন্দরের শক্তিতেই পরাজিত হবে মৌলবাদ, সাম্প্রদায়িকতাসহ সব অশুভ শক্তি। শুরু হবে নতুন আলোয় আরেকটি নতুন বছর- এমনটাই প্রত্যাশা সবার।’

এবারের আয়োজনে ১৫টি একক গান থাকবে এবং ১২টি সম্মেলক গান রয়েছে। এছাড়া থাকবে পাঠ, আবৃত্তি। ছায়ানটের সভাপতি ড. সনজীদা খাতুন অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখবেন।’

বর্ষবরণের এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনুষ্ঠান দেখা যাচ্ছে ছায়ানটের ইউটিউব চ্যানেলে।

অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ- এ আহ্বানে সাজানো হয়েছে রমনার বটমূলের প্রভাতী আয়োজন।

 

এ সম্পর্কিত আরও খবর