শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-29 11:18:23

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের শিল্পীরা 'এসো হে বৈশাখ' গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান। এরপর চলে রবীন্দ্র সংগীত পরিবেশনা। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ আগত শ্রোতারা।

রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে রমনা বটমূলে ছায়ানট শিল্পীদের একের পর এক সংগীত পরিবেশনা মুগ্ধ হয়ে শুনছেন সব বয়সের শ্রোতারা।

‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রমনার বটতলায় ছায়ানটের এই প্রভাতি গানের অনুষ্ঠান শুরু হয় সকাল ৬ টায়।

শুরুতেই সেতারবাদন। এর মধ্য দিয়ে ছায়ানটের শিল্পীরা নতুন বছরকে স্বাগত জানান। এরপর চলে রবীন্দ্র সংগীত। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হাজারো শ্রোতা।

জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সাংস্কৃতিক ঐতিহ্য এই অসম্প্রদায়িক ধারা বজায় থাকবে এমন প্রত্যাশা করছেন আগত শ্রোতারা।

এ সম্পর্কিত আরও খবর