ছবিতে বর্ষবরণ ১৪২৬

ঢাকা, জাতীয়

ফটো স্টোরি- সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 23:08:51

বাঙালির দিনপঞ্জিকায় ১৪২৬ সনের গণনা শুরু হয়েছে। দেশবাসী পুরনো দিনের ব্যর্থতা, গ্লানি ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন বর্ষবরণের বৈশাখী উৎসবে। ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রমনার বটতলায় ছায়ানটের এই প্রভাতি গানের মধ্য দিয়ে বরণ করে নেয় বাংলার নববর্ষকে।

রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের একের পর এক সংগীত পরিবেশনা মুগ্ধ হয়ে শুনছেন সব বয়সের শ্রোতারা।

 

লাইনে দাঁড়িয়ে রমনা পার্কে প্রবেশ করছেন ঘুরতে আসা দর্শনার্থীরা।

মঙ্গল শোভাযাত্রা শুধু এখন বাঙালির ঐতিহ্য নয়, এখন সারা বিশ্বের ঐতিহ্য। দেশ ও জাতির জন্য মঙ্গল কামনায় বের করা হয় এই শোভাযাত্রা।

নববর্ষকে ঘিরে নগরীর সব আয়োজনে যে কোনো অপ্রীতিকর ঘটনা সামাল দিতে তৎপর ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১২০ টাকায় পান্তা ইলিশের সাথে ভর্তা পাওয়া যায়।

নববর্ষের পান্তা ইলিশ খেয়ে পহেলা বৈশাখ পালন করেন রাজধানীর মিরপুর থেকে ঘুরতে আসা এই দর্শনার্থীরা।

নতুন বছরের প্রথম দিনকে স্মৃতিতে ধরে রাখতে সেলফিতে ব্যস্ত হাস্যোজ্জ্বল এক নারী।

নগরীতে নতুন আলো, নতুন আশায় উজ্জীবিত বাঙালি।

নববর্ষের আনন্দে পুরো রাজধানী যখন মেতে আছে, তখন একদল শিশু পানি বিক্রির জন্য ক্রেতা খুঁজে বেড়াচ্ছে।

নববর্ষ উপলক্ষে মেয়েকে নিয়ে সারাদিন ঘোরাফেরা শেষে পছন্দের খেলনা কিনে বাড়ি ফিরছে বাবা ও মেয়ে।

বাংলা নববর্ষের প্রথম দিনে জীবনের আরেকটি অধ্যায় শুরু করতে গাড়ি সাজিয়ে বিয়ের উদ্দেশে রওনা হয়েছেন এক বর।

এ সম্পর্কিত আরও খবর