সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা, জাতীয়

লোটন আচার্য্য, উপজেলা করেসপন্ডেন্ট, সাভার, বার্তা২৪.কম | 2023-08-31 12:11:50

সাভারে বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে গ্লোবাল ফ্যাশন গার্মেন্ট লিমিডেট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রাজাশন-বিরুলিয়া রোডে গ্লোবাল ফ্যাশন গার্মেন্টের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করে।

শ্রমিকরা জানায়, গত দুই মাসের ওভারটাইম ও এক মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

শ্রমিকরা আরও জানায়, বেতন পরিশোধের নির্ধারিত কোনো তারিখ নেই। এক মাসের পাওনা বেতন অন্য মাসে পরিশোধ করছে মালিক পক্ষ।

এ সময় বেতন ও ওভারটাইমের নির্দিষ্ট সময়সীমা নীতি তৈরি করার দাবিও জানান তারা।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর