‘৩ মাসে বিজিএমইএ ভবনের স্থলে পানি প্রবাহ হবে’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 14:45:57

হাতিরঝিলের বিষফোড়া বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই ভবন ভেঙে সেখানে পানি প্রবাহ নিশ্চিত করা হবে। ভবনটি ভাঙতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শ. ম রেজাউল করিম বলেন, ‘ভবনটি ভাঙতে আমরা পত্রিকায় টেন্ডার আহ্বান করেছি। আগামী ২৪ এপ্রিলের মধ্যে দরপত্র দাখিলের শেষ দিন, এরপর ২৫ এপ্রিল চূড়ান্ত হবে কোন প্রতিষ্ঠান ভবন ভাঙার কাজ করবে। তবে যদি কোনো প্রতিষ্ঠান না পাওয়া যায় তাহলে রাজউক নিজেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভবনটি ভেঙে ফেলবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এমন প্রযুক্তি আছে যা দিয়ে দ্রুত ভবনটি ভেঙে ফেলা যাবে। সময় হলেই তা দেখা যাবে। তবে কোনো ভাবেই মাস অতিক্রম হবে না। তিন মাসের মধ্যে ওই এলাকায় পানি প্রবাহ নিশ্চিত করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর