ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না: রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 05:00:51

বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলতে হয়, আর এই ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায়  তিনি এ মন্তব্য করেন।

নূরুল ইসলাম সুজন বলেন, 'বাংলাদেশের ইতিহাস নিয়ে বারবার কথা বলতে হয় তার কারণ হলো, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই আজ বিএনপি জামায়াতের ছত্র ছায়ায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যতই তারা এই ধরনের অপচেষ্টা করুক, ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না।'

মুজিবনগর দিবস প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, 'মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।'

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সবার উচিত তাকে সহযোগিতা করা।'

রেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'আমরা আবার রেলের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে চাই। রেল থেকে সকল দুর্নীতি দূর করব। রেলকে নতুনভাবে সাজাতে বাইরে থেকে ইঞ্জিন বগি নিয়ে আসা হবে। রেলকে নতুনভাবে সাজানোর জন্য সকলের সহযোগিতা কামনা করছি।'

বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাজমুল হক। উক্ত আলোচনা সভায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর