বিএনপি নেতার চোখ তুলে নেওয়ার চেষ্টা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-31 02:43:28

বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি বাজারে বিএনপি নেতা গাজী আবু বক্করের দুই চোখ উৎপাটনের চেষ্টা চালিয়েছে যুবলীগ কর্মীরা। গুরুতর অবস্থায় শুক্রবার সকালে তাকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত গাজী আবু বক্কর গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক। উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়া জানান, আবু বক্কর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস উপজেলা যুবদলের সদস্য ফুয়াদ হোসেন এ্যানি গতকাল বৃহস্পতিবার রাতে পিঙ্গলাকাঠি বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান। এ সময় আসাদ আকনের নেতৃত্বে যুবলীগের ৮/১০ কর্মী অতর্কিতভাবে হামলা চালিয়ে আবু বক্করকে পিটিয়ে রক্তাক্ত করে। এক পর্যায়ে তারা আবু বক্করের দুই চোখ উৎপাটনের চেষ্টা চালায়। এ দৃশ্য বাজারের ব্যবসায়ী ও পথচারীরা দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। হামলাকারীরা চলে যাওয়ার পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রাতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর সকালে আবু বক্করকে ঢাকার বারিধারা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, এলাকায় আবু বক্করের জনপ্রিয়তা রয়েছে। মিছিল সমাবেশে তার নেতৃত্বে শত শত কর্মীরা অংশ নিত। বিষয়টি আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা ভালোভাবে নেয়নি। সাংগঠনিকভাবে উপজেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে আবু বক্করের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, আহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চোখ ভালো আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাবে না। গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর