আশুলিয়ায় রোকনুজ্জামান নামে এক ট্রাফিক সার্জেন্টকে মারধরের অপরাধে দুই ভাইকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- মনির হোসেন ও রফিক। তারা আশুলিয়ার ঘোষবাগ এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাভার ট্রাফিক পুলিশের টি আই আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, বিকেলে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট রোকনুজ্জামান। এসময় সিট বেল্ট ছাড়া গাড়ি চালানোর অপরাধে মনির ও রফিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিলে তারা সার্জেন্টের সঙ্গে উত্তেজিত হয়ে উঠে ও বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে কিল ঘুষি দেন।
এ ব্যাপারে সার্জেন্ট রোকনুজ্জমান বার্তা২৪.কমকে বলেন, প্রথমে প্রাইভেটকারের কাগজ দেখতে চাই। পরে সিটবেল্ট বাঁধা না থাকায় মামলা দিতে গেলে তারা উত্তেজিত হয়ে মারধর করে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত ) জাবেদ মাসুদ, ঘটনাটি সত্য। কিন্তু বিষয়টি রাতেই মিমাংসা করে আতককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।