জাপা উন্নয়নের পক্ষেই কথা বলছে: রাঙ্গা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-30 10:11:29

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বিরোধী দলে আছি মানে উন্নয়ন থমকে থাকবে না। জাতীয় পার্টি (জাপা) উন্নয়নের পক্ষেই সংসদে কথা বলে যাচ্ছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রংপুরের গঙ্গাচড়ায় উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘‘অনেক উন্নয়ন করেছি। এখনো কাজ চলছে। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমার উপজেলার একটি রাস্তাও কাঁচা থাকবে না। সব রাস্তা পিচ ঢালা হবে। বর্তমান সরকারের সহযোগিতায় গঙ্গাচড়ার দারিদ্র মানুষের ভাগ্যের দ্বার উম্মোচন করা হবে।’

দুপুরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের সয়রাবাড়ী বাজার থেকে চান্দামারী পর্যন্ত রাস্তার ওপর নির্মিত ৪০ মিটার একটি দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেন তিনি। পশ্চিম বড়বিল নতুন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। বিকালে বেতগাড়ী পেওলাদাহ বানিয়াপাড়া পুরাতন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সন্ধ্যায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

দিনব্যাপী কর্মসূচিতে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, রংপুর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জাপার সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কোকিলা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর