‘মানব পাচারের মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল প্রয়োজন’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-04 15:13:59

মানবপাচারের ঘটনায় মামলার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মানব পাচার রোধে আইনও করা হয়েছে। কিন্তু এসব মামলার বিচার কাজ দ্রুত নিষ্পত্তি করা যায়নি। মানব পাচারের মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠন এখন সময়ের দাবি।

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে আয়োজিত মানব পাচার প্রতিরোধ বিষয়ক রিজিওনাল কনফারেন্সে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২০১২ সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন তৈরি হয়েছে। তাতে বলা হয়েছে, আলাদা একটি ট্রাইব্যুনাল গঠন করা। যেখানে সংশ্লিষ্ট বিষয়ের মামলার বিচারকার্য চলবে। কিন্তু নানা কারণেই সেটা সম্ভব হয়নি। এখন সময় এসেছে মানব পাচারের মামলা নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের।’

কাজী রিয়াজুল হক বলেন, ‘মানবপাচার রোধে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নিয়মিত কাজ করে যাচ্ছে। পুলিশ সদর দফতর হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে যে পরিমাণ অপরাধী ধরার কথা বলছে তাদের অধিকাংশরাই ছাড়া পেয়ে যাচ্ছে। মানব পাচারের ক্ষেত্রে ৬ হাজারের অধিক লোককে আটক করা হয়েছে। কিন্তু বিচার ও তদন্তে মাত্র ২৫ জনকে অপরাধী সনাক্ত করা গেছে। এই সব মামলা ও ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যোগ্যতা সম্পন্ন আইনজীবীর প্রয়োজন।’

ভারতের আদালতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজীকে নিয়ে মানবাধিকার কমিশন বলেন, ‘বিনা দোষে হত্যা মামলায় আসামি হয়ে ভারতের দিল্লির তিহার জেলে প্রায় ১০ বছর ধরে বন্দী থাকার পর বাংলাদেশে আনা হয়েছে বাদল ফরাজীকে। তবে তিনি বন্দী বিনিময় চুক্তির আওতায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাদল ফরাজীর তো জেলে থাকার কথা না! তাকে মুক্ত করতে আমরা ব্যারিস্টার নিয়োগ করতে চাই। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা ভারত সফর করেছি। ভারতীয় হাই কমিশনের সঙ্গে কথা বলেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বাদল ফরাজিকে মুক্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হোক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জাতিসংঘের অভিবাস সংস্থা আইওএম এর বাংলাদেশ প্রধান গিওরগি গিগাউরি, ইন্ডিয়ান অ্যাটসেক এর ন্যাশনাল কোঅর্ডিনেটর মানবেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর